ফাটা টালির ফাটল চুঁইয়ে গড়িয়ে নেমেছিল...
কত বর্ষণমুখর প্রশ্নবোধক রাতের গাল!
অপ্রাপ্তি, জল দিয়ে গিলে নেওয়াটা বেশ রপ্ত হয়েছিল অজান্তেই।
সময়ের সঠিক সময় ফেরাতে অবচেতনার দৈর্ঘ্য কমে,
সংখ্যায় বেড়েছিল অপেক্ষা, ঘরে ফেরার অপেক্ষা...
ঝড় বৃষ্টি রোদ খেয়ে হয়ে ওঠে স্তম্ভ, গড়ে ওঠে পাকা বাড়ি।
শুধু সামর্থ্যের সাথে সঠিক সময়ের ব্যবধান রয়েই যায়।