বয়স বারো কী তেরো -
বাবা-মায়ের কোলে হচ্ছে সে বড়,
নাম করা স্কুল, ক্লাসরুমও বড়।
ছোটো ছোটো চোখে স্বপ্ন কত কত
উঁচু উঁচু ইমারত বানাবে শত শত,
ইচ্ছে ভড়া মনের খাতা
জীবন যে আজ প্রতিযোগিতা,
বাবার ভাবে একদিন ছেলে বড় হবে আরো
বয়স বারো কী তেরো।
বয়স বারো কী তেরো -
বাবা-মা আছে তারও,
অ আ, ক খ জানে না সে
তার হয়ে স্বপ্ন দেখবে কে?
স্কুল তার রবিন গ্যারাজ
বড়ই নিপুণ হাতের কাজ,
স্বপ্ন দেখার সময় কম
অল্প বেতন, প্রচুর শ্রম,
জীবন তার কালির কালো
কে জ্বালাবে জ্ঞানের আলো?
তার পাড়ায় আছে এমন আরো
বয়স বারো কী তেরো।