ভাঙলে, বোধের কান্না মানা
জ্যোৎস্না মাখা ঢেউয়ের ফেনা, নেভে জ্বলে।
গল্প শেষের একটু বাকি
ক্ষতের পাশে ঔষুধ রাখি, মনের বলে।
এমন সফর সহজ যে নয়
ইচ্ছে কিছু গোপনেই রয়, বয়স বাড়ে।
ডাউন ট্রেনে বাড়ি ফেরে
স্মৃতিচারণ আড্ডা ঘিরে, নদীর পাড়ে।
হাওয়া অফিস খরব শোনায়
বিপর্যয়ের মেঘ যে ঘনায়, শূণ্য খামে।
সব তছনছ হঠাৎ ঝড়ে
আকাশ ভেঙে মুষলধারে, বৃষ্টি নামে।