সকালের বাসি প্রাঙ্গণ থেকে
সন্ধি বিচ্ছেদ হল দু’টো জাতির।
ক্ষুধা মেটানোর যুদ্ধে মেতে ওঠে
যে মাটি প্রতি রাতে,
সে স্থানে লুটিয়ে থাকে লাল রঙ –
যার কিছু জবা ফুল, আর
বাকিটুকু ইচ্ছে পোষণের রক্তের দাগ।
আঁধার গাঢ় হতেই শুরু হয়ে যায়
জাপটা জাপটি, টানাটানি
এক বিশেষ নিয়মে যুদ্ধ,
যেন হরিলুটের প্রসাদ নিয়ে কাড়াকাড়ি।
দু’ই জাতির স্বার্থ্য যুদ্ধ ধিরে ধিরে
আবেশের জগতে গা ভাসায়,
সেই ক্রীড়ার অন্তরে লুকিয়ে থাকে
ওদের বিষদাঁত।
রাত ভোরে খাদ্যচক্র চলে –
কখনো কামড়ে নতুবা ছিঁড়ে
হয়তো ঠুকরে কিংবা ছোবলে।