শব্দের বিস্ফোরণে জ্বলন্ত ভাষার নির্গত ধোঁয়া
দ্বন্দ্বের গা ঘেঁষে দীর্ঘ নিশ্বাস ছুঁয়ে অন্তর্দ্বন্দ্বের আকাশে জমতে থাকে, মৌনতার মেঘ ঘন হয়।
ধুলো মাখা সবুজ বৃক্ষ স্ফটিক জল খোঁজে, তৃষ্ণার্ত খরার অপেক্ষা চেয়ে থাকে ধূসর দিগন্তে।
অকস্মাৎ নিম্মচাপের বৃষ্টি নামে দিনরাত এক করে, অবিরাম। সৌজন্যতার বাঁধ ভেঙে বেরিয়ে আসে প্লাবন।
ভিজতে ভিজতে ভেসে যেতে থাকে উদ্ভিদ, গবাদি ইচ্ছে,
কাটানো কিছু সুসময়।
বৃষ্টি থামে, জল নামে। কাদা মাখা মরা মাছের আঁশটে গন্ধে ভনভন করে মাছি, নষ্ট ঘরে জমাট বেঁধেছে পঁচা বাঁশের গন্ধ। শবের স্তূপে পড়ে থাকে মৃত স্বপ্নের লাশ। স্বেচ্ছাচারি তুলি আঁকে বিপর্যয়।
সর্বশান্ত শব্দেরা ত্রাণ খোঁজ, কখনও ছন্দে কখনও ছন্দপতনে।