ম্লাণ ভোর ও বিষন্ন রাতের অন্তরাল গতানুগতিক
অসময়ের প্রাপ্তি আর পতন অবিচলিত বোধে সমান
পাষাণ - আকারে পূজিত, প্রকৃতিতে সুশোভিত
শুধু চরিত্রে প্রত্যাখিত।
নাগরিক অভিযোগ মায়াবী, জড়াতে পারে সরাতে পারে,
বদলাতেও পারে।
প্রয়োজনের ভিড়ে মানুষ খোঁজে, আশ্রয় খোঁজে।
বঞ্চনায় বঞ্চিত হওয়া সাবলম্বির দেহজুড়ে জন্মায় মস্তিষ্ক আর মানসিকতায় নিরন্তরতা,
ধীরে ধীরে এসবই হয়ে ওঠে স্বাভাবিক, দৈনন্দিন
অভিজ্ঞতার অভিব্যক্তি অবিচলিত পাষাণ,
তাই উপেক্ষিত।