মাতলামি আর বুক্কনের পাশে দাঁড়িয়ে রঙচটা সম্ভ্রম,
গলির তামাটে আলোয় মাখা রঙিন ভাইরাসের সুগন্ধি
ভেসে আসে শ্যাওলা ধরা দেওয়াল বেয়ে।
বেডসোরের গোঙানিতে খসে যায় পলেস্তারা,
বেরিয়ে আসে আইবুড়ো সংসারের ইটের কঙ্কাল।
আমোদের বস্তি চেনা ভঙ্গিমায় রাত জাগায়
খোশমেজাজে; অনগ্রসর চিন্তায়।
বাজির শব্দে কেঁপে ওঠে ভীত, আগাছা আলাগা করে
সম্বন্ধ।
শ্লেষ্মার ঘড়ঘড়ানি; পেট-পিট সাঁটা আভিজাত্য শ্বাস গোনে
নিয়তি না কর্মফল - ছাড়পত্রের অপেক্ষায় প্রহরী।
মেরামতের শুশ্রূষায় বেলাশেষের সংকেত -
অভিপ্রায় কান পেতে তাকিয়ে, আড়ালে দূরত্ব।