শেষ বিবাদ; বিকেলের গলি পেরোতে পেরোতে
সন্ধ্যে নামলো বড় রাস্তার ট্রাফিক সিগন্যালে
ফিরতে ফিরতে ফেরার হলো পরাশ্রয়ী যা কিছু
ভুলত্রুটি ওল্টাই পাল্টাই, ভাঁজ পড়ে কপালে
তারপর কত গ্রীন সিগন্যাল পার করেছি, স্বাভাবিক
কত চড়াই উৎরাই, পাহাড় সমুদ্র অরণ্য, না বিশুদ্ধতা পাইনি!
ব্যবচ্ছেদ না বিচ্ছেদ? দীর্ঘ ট্রাফিক জ্যামে ফেঁসে আজও
বাঁক নিয়েছি সর্তকে, ওয়ান-ওয়ে, না ইউ-টার্নে যাইনি!
পরিচিতি কমিশন খায় অকপট, সম্ভাব্য যাচাই
বদলের নামে কেটে জুড়ে কোলাজ হয়েছি
দু'জোড়া চোখ বিষণ্নতা গোপন করে হয়ে ওঠেছে বন্ধু
পরিবর্তন চাওয়া মিছিলে হাঁটিনি, পরিনত হয়েছি?