তোমার হাসি, জোনাকী ভরা শিশি
আমার ভেতর সুর-অসুরে দ্বন্দ্ব
পুড়বো জেনেও পোড়ার অজুহাতে
স্পর্শে কাতর পারফিউমের গন্ধ।
কথার ভাঁজে কষবে হিসেব তুমি
ডুব সাঁতারে মাপবে গভীরতা
ভাঙবে জেনেও গড়বো সেতু আমি
ইন্টিউশন ভেজাবে পেলবতা।
আমার আকাশ উজ্জ্বল ছিল তবু
চাঁদনি রাতের আদরে মেনেছি হার
কস্তুরি খোঁজে মত্ত মৃগের মতো
ভ্রমের ভুবনে মরে যাই বারবার।