ভোরের আশায় রাত্রি হলো
স্বপ্নগুলো পথও হলো -
কাঁচা থেকে পাকা হলো
সহজ থেকে শক্ত হলো
ভোরের আশায় রাত্রি হলো!
যৌবনেতে যুদ্ধ এলো
আনমনা সব এলোমেলো
স্বপ্নগুলো ঘুমকে খেলো
প্রৌঢ় কিছু প্রশ্ন এলো
চোখের কালোয় কুয়াশা এলো
ভোরের আশায় রাত্রি এলো!
নদীর স্রোতে অংশ গেল
অসময়ে কিছু বন্ধু গেল
নিয়ম মেনে বাতিল গেল
স্তম্ভ ভেঙে দম্ভ গেল!
সঙ্গীর অনুষঙ্গ গেল!
স্বপ্নগুলো স্মৃতি হলো
বাকিটুকু প্রেক্ষা হলো
ভোরের আশায় রাত্রি এলো!