রাষ্ট্র-রাজ‍্য নিজেতে মত্ত,
কে নেবে দায়-ভার?
রাজনীতিবিদ-দুর্নীতিবিদ
মিলে মিশে একাকার।
অন্ধের দেশে সূর্য ওঠে না!
নিয়ন আলোয় বাড়ে আঁধার,
দাম দিয়ে রোজ আতঙ্ক কিনি
পেটের ভিতর ক্ষোভের খাবার।
একই গোয়ালে গরুর বন্ধু
শিয়ালরূপী সব বোদ্ধা!
স্বজন ভিড়ে থেকেও জীবন
মানুষ একক যোদ্ধা।

✍অমিতাভ