ঝড়া পাতা হাওয়ার সাথে উড়ে যায়

উড়িয়ে কিছু পিছুটান
উড়িয়ে জীবনের স্বাদ,

তার উড়ে যাওয়াতে কোনো জটিলতা নেই
কোনো নতুনত্ব নেই; কোনো বিষণ্নতা নেই

হঠাৎ বৃষ্টি নামে -
অনুভূতিহীন শেষ ভেজাতে
কোনো গভীরতাও নেই।

আমার প্রাপ্তি -
পাতার গায়ে লেগে থাকা
ভেজা রাস্তার সোঁদা গন্ধ।

আমার অলীক খেয়ালে
কেন জানিনা মনে হয়
কে যেন আমার সাথে
ভিজেছিল বসন্ত বৃষ্টিতে,
হয়তো গত জন্মে...

অভাবটুকু অনুভব করি, অপেক্ষা করি
এবারও ভুল প্রমাণিত হই,
আর একটা করে বসন্ত চলে যায়
চলে গেছে কত ব‍ৃষ্টি ভেজা বসন্ত।