সূর্য হয়ে জ্বলতে পারি
তোমার ট্যানের ভয়,
তোমার প্রিয় নিয়ন আলো
মেকাপ জুড়ে রয়।
ছাতা হয়ে ভিজতে পারি
বৃষ্টির মতো কাঁদাও,
তোমার প্রিয় বৈশাখী ঝড়
তছনছ করে যাও।
অপেক্ষা হয়ে বাঁচতে পারি
স্বপ্নে বাসা আঁকি,
তোমার প্রিয় আকাশ সাগর
পরিযায়ী নয়, পাখি।