গভীরতা ঘন হয় প্রগাঢ় নিবিড়ে,
মিশে যাই বনানীর শ্যামলিমা ভিড়ে।
পাতার ওষ্ঠে ওড়ে অনিল আলাপন,
নিরাবতা পায় খুঁজে একান্ত আপন।
বিকেলে বিহঙ্গ ফেরে, বন্য অস্তরাগ
আনমনে ছুঁয়ে যায় গূঢ় অনুরাগ।
চুপিসারে পাশে বসে সান্ধ্য নীলিমা,
পূর্ণিমা রাত জাগে নীলাভ অনিমা।
নিশাচর হয়ে নামে চোখেতে স্বপন,
মায়ায় জড়িয়ে ধরে অরণ্য যাপন।