১
আমার আমার করছো করো
সবই ক্ষণিক মোহ,
শ্মশাণ জুড়ে ভীড় করেছে
সন্ন্যাসী শবদেহ।
অবদানটুকু থাকবে বেঁচে
অন্যজনের মনে,
টাটকা মালাও হয়ে যায় বাসি
একা পরে থাকে নির্বাক ছবি
ঘরের অবহেলিত কোণে।
২
বিকল্পে ভরা দু'হাত তোমার
আমার হাত খালি,
তোমার নাটকে মুগ্ধ হয়ে
দিলাম হাত তালি।
৩
অপমান অপবাদ প্রতারণা, হয়ে নীরব আবর্জনা,
জমা পরে সব গভীর তলে, পলিমাটি হয়ে যায়।
অদ্ভুত এক বিশ্বাসের ভ্রমে, জানিনা কোন মোহনার খোঁজে
জোয়ার ভাটায় মন ভেঙে গড়ে, কী হারিয়ে কী পেতে চায়।
শীত গ্রীষ্ম বর্ষা মেখে, মন্দ স্মৃতির নজির রেখে
সঙ্গে নিয়ে আঘাত বেদনা আর সারি সারি কচুরীপানা, জীবন নদী বয়ে যায়।