।।১।।
কেউ চাইছে সোনার খাঁচা, কেউ সুস্থ জীবন,
সেই নেশাতে দিবারাত্রি, ছুটছে মানুষজন।
স্বপ্নগুলো মৃতপ্রায়, রয়ে গেছে ব্যবধান,
বিশৃঙ্খল মন চাইছে, প্রতীক্ষার অবসান।
।।২।।
এই যেন সেদিনের কথা,
মনের উঠোনে ছড়িয়ে আছে -
স্মৃতির ঝরা পাতা...
পদক্ষেপে বেজে ওঠে মড়মড় শব্দ,
পেরিয়েছি অর্ধেক, সময় আবর্ত
সেদিনের কথা ভেবে
আবেগের মেঘ জমে; সোঁধা গন্ধে আবদ্ধ,
কিছুটা আজও চঞ্চল ; অনেকটা বাধ্য।
।।৩।।
তুমি পর্বত সম, শান্ত ও দৃঢ়
ধারণ করেছো আমারে ।
আমি ঝর্ণা আবেগে, চঞ্চল নদী
তোমার অংশ জন্ম দিয়েছি
কচি কচি নুড়ি পাথরে ।।