কখনো জোর খাটাই নি
করিনি তোমার বায়না,
দহন ভিতরে গোপন রেখে
হাসি মুখে দেখেছি আয়না।



ভুল করে ভুল আপন করে
বোধ এলো না মনে,
উপলব্ধি কবিতায় থাক
অভিমান থাক গোপনে।



বালির লিখন ধুয়ে মুছে যায়
ফেনিল ঢেউয়ের মেলায়,
উষ্ণ হওয়ায় মন পুড়ে যায়
খয়েরি বালুকাবেলায়।