বির্পযয়:
চোখের বাইরে ছেয়েছে ফাগুন
বুকের ভিতরে জ্বলছে আগুন
এ কেমন বিস্ময়কর অনুভূতি,
নিঃশ্বাসে বিষ, স্পর্শেতে ভয়
বিশ্বাস জুড়ে শুধু সংশয়
আর কত হবে সর্বস্বান্তের ক্ষতি।
ভুত চতুর্দশী:
ভুতের কাছে গুছিয়ে রাখা প্রিয় ছেলেবেলা
ভুতের ঘরে সাজানো আছে রঙিন স্মৃতির মেলা,
অনেক কিছুই হারিয়েছি আজ পেয়েছি অনেক কিছু
একদিন সব ভুতই হবে, কোরো না ভুতের পিছু।
তুমিই উত্তম তুমিই আগামী:
তুমি দেখেও অন্ধ, তুমি শুনেও বধির
তুমি আঁধারে দাঁড়াও, আলোতে হারাও
তোমার মনেতে দ্বন্দ্ব, তুমি নকল বীর
তুমি নিজেতে বন্ধ, সাফল্যে স্থির।