কথার ছলে:
কথার খেলায় মন জোরে মন ভাঙ্গে
মেতে থাকে মন মাতাল,
কথার বাণে স্বব্ধ হয়ে
কথাই করে দুঃখ আড়াল,
কথায় সুরে গান বাঁধে
কথাই বোনে মায়াজাল,
কথা খোঁজে "মনের মানুষ",
যা শুধুই অলীক খেয়াল।
ভালোবাসার খোঁজ:
না হয় থাক কিছু বেদনা গোপন
জীবন ব্যাপি দুঃখ দিলো একান্ত আপন,
খোঁজহীন কাটে দিন, অবহেলিত মন
বিশৃঙ্খল মোনভাব ছেয়ে সর্বক্ষন
নিজের মানুষ নিজের মতো নিজেতেই থাকে মোজে
কাজের মাঝে ভালোবাসা ফের পেয়েছে খুঁজে।
প্রায়শ্চিত্ত :
কিছু দিন কেটেছে আলোয়
কিছু ক্ষণ কেটেছে ভালোয়,
বাকিটা জুড়ে প্রতিকূলতায় ভরা
ইচ্ছে কত আজও অধরা,
মূল্যবোধ যা ছিল হারিয়েছে আজ
বিলাসীতা ছেড়ে বেছেছি কাজ,
আপনজন তবু উদাসীন থাক
জীবনটা অবহেলায় কেটে যাক,
আরো কিছু যুগ কেটে যাবে অবমাননায়
কিছুটা নীরবে কিছুটা অভিনয়ে।