খেলা :
খেলেছ অনেক খেলা
এঁকেছ জলের আল্পনা,
ভেবেছিলে এমন হবে
খেলা ভাঙ্গার যন্ত্রনা।
প্রতারণা :
শব্দ দিয়ে খুন করে ওরা
দেয় মিছে মিছে অপবাদ,
আসলে ওরা জাত প্রতারক
করে ত্রুটিহীন অপরাধ।
একতরফা প্রেম :
ভ্রমের আদরে ছেয়েছিল যেথা
মোহের রূপকথা,
এক লহমায় ভেঙে গেছে মন
দিয়ে গেল প্রেম ব্যথা।