ক্ষণিক আলাপের অপেক্ষায়
সময় গোনে, সকাল থেকে দুপুর হয়
আয়নার সাথে অনুশীলন,
ক্ষণিক আলাপের অপেক্ষায়।
খুব তাড়া, যেন ট্রেন মিস হবে!
শোরুমের কাঁচে ফের দেখে নেওয়া।
বেসামাল হাঁটা, ছোট্টো হোঁচট
অসতর্কে রাস্তা পাড় হওয়া।
আঁতুর প্রেমে গুটিসুটি মন,
ভাবছে অলীক রূপকথা।
তাকে দেখে হলো বুকে শিহরণ
অবসান হলো প্রতীক্ষা।
কথায় কথায় প্রশ্নোত্তর,
চোখ চোখের ইশারা খোঁজে।
হাসির সে কত ভঙ্গিমা
মিথ্যে অভিমান মন কী বোঝে?
সময় এখন মেলেছে ডানা,
ফুড়ুৎ করে হলো শেষ।
ফেরার পথও নতুন লাগে
ছেয়ে থাকে সাঁজালাপের রেশ।
রাতের আকাশে তারা গোনে চাঁদ,
নতুন নতুন স্বপ্ন কুড়োয়।
আঁতুর প্রেমে অস্থির মন
রাত জেগে জেগে ঘুম পুড়োয়।