খানিকটা দূরে থাকতে পারে কিংবা
পাশের ঘরে
গলির কোণে থাকতে পারে, খবরের কাগজে
খোঁজ করি
ভিড়ে বেশ অসহায় বোধ করি আর
নিরালায় করি অপেক্ষা,
আলাপ করার আগ্রহে -
হাঁটি, ছুটব বলে ভাবি
দাঁড়াই
কার থেকে পালাই, কার কাছেই বা ধরা দিই
সব ধূসর ঝাপসা
প্রেমটা একটু জটিল, নতুন কিছু নয়
পরে বলবো
আলাপ করার আগ্রহে -
হাসি কাঁদি অনুরোধ করি
এ ঘর থেকে পাশের ঘরে প্রবেশ করি
সম্পর্কটা না হয় গোপন থাকুক চিরতরে।