অন্তর দ্বন্দ্ব
✍ অমিতাভ স্বর্ণকার
শ্বাস প্রশ্বাসের কলরব ভেঙে দেয় অন্তরের নীরবতা,
দৃষ্টির বাইরে বেশ একটা ঝড় বইছে
সব কেমন যেন উড়ে যাচ্ছে, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
দোষারোপ করছি না, হিংসা করছি না।
কুরে কুরে খাচ্ছে ভবিষত্যের অনিবার্য কিছু সত্যি,
ঘুমের আড়ালে থই থই করছে জল আর অভিমান
যার কারণ কেউ জানতে চায়নি,
জানার প্রয়োজন কিংবা ইচ্ছা, এমন মুখ তো কাল্পনিক!
দৃষ্টির বাইরে বেশ একটা ঝড় বইছে
সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে সামনে,
আক্ষেপ করছি না, প্রয়াসও করছি না।
তবে এত বিরক্তি ও সমালোচনা কিসের?
কারণ খুঁজছি না।
এমন কিছু কিছু, অনেক কিছু সমাধানের জন্য
দায়বদ্ধ নয়, বাধ্য করছি না
তবুও চাহনিতে ছেয়ে থাকে অভিমানের মেঘ
নাটকীয় ভঙ্গিমায় জমা সমাবেশে
বড় নিকৃষ্ট লাগে, জানি কিছু পাওয়ার নেই ক্লান্তি ছাড়া
তাই কোনো দাবি নেই, প্রশ্ন নেই।
দৃষ্টির বাইরে বেশ একটা ঝড় বইছে
ইচ্ছে সখ ভাললাগা উড়িয়ে নিয়ে যাচ্ছে,
আঁছড়ে ফেলছে মন বারংবার
অনুরোধ করছি না, ছিনিয়ে নিচ্ছি না।
বিদ্রুপ স্পষ্ট করে ব্যর্থতা,
কোনো অপরাধের শাস্তি দিচ্ছে বোধহয়!