তাকে ভালোবাসা হয়তো অধরাই থাকবে
এ জীবনে।
যাকে ভালোবেসে -
স্বপ্নে বেঁধেছিলাম স্বপ্ন,
দুঃস্বপ্নে বেঁধেছিলাম ঘর।
বাস্তবের মাটিতে আঁচড়ে ফেলতেই
আবিষ্কার করি দেহময় মারণ ফাঁদ,
চোখে আঙ্গুল দিয়ে দেখায়
যুগের চাহিদা।
যোগ্যতার জয়ঢাক পেটাতে যে ব্যর্থ,
আর যা প্রমাণ করতে অসফল
তা মুখ ফুটে বলতে পারি না।
চারপাশে সবই ভালো, সবাই উৎকৃষ্ট
বাহ্যিক দৃষ্টি মানতে বাধ্য করে।
তাই তাকে ভালোবাসার স্বপ্ন আর দেখি না,
অচেনা ভিড়ে চেনার চেষ্টাও করি না।
অতি সাবধানতায় রাস্তা পার করি,
বাড়ি ফিরি।
গভীর রাত অবধি জাগি
বেশ কিছু চিন্তা জমায়েত হয়,
বিশ্লেষণ করতে করতে ভাবি -
জীবন কতটা অর্থপূর্ণ কতটা অর্থহীন
কার কাছে প্রয়োজনীয় কার কাছে নয়...
আগামীকাল কি হবে
তা কোনো দিনও ভাবিনি,
কোন লক্ষ্যে পৌঁছতে হবে
পথ খুঁজে বের করিনি,
হয়তো সফল হওয়া দরকার ছিল
হয়তো ওটাই জীবিত থাকার শর্ত...
ভাবতে ভাবতে-
ঘুমে চোখ টেনে আসে,
সেই ঘুমের কোনো স্বপ্ন থাকে না
কালো রঙ ঘাঁটে অন্ধকারে...
ওই অন্ধকারে গোপন থাক-
অব্যক্ত পাপ, গাঢ় অভিশাপ
বেঁচে থাকার আতঙ্ক, আর
তাকে ভালোবাসার অন্তহীন অপেক্ষা।