অকপট উক্তিতে, যুক্তিহীন যুক্তিতে
স্বপ্নের শহরে, এড়িয়ে যাওয়া নজরে
পালিয়ে পালিয়ে বেরিয়েছে
ধরা দেয় নি।
কেটে যাওয়া ঘুড়ি বিহঙ্গের মতো ডানা মেলে
মেঘ হয়ে আকাশ স্পর্শ করার ইচ্ছে -
উড়োজাহাজে চড়ে উড়ে গেছে কোনো অচিন দেশের খোঁজে,
ধরা দেয় নি।
কালবৈশাখীর মতো উন্মাদ, সূর্যের মতো তেজ
শ্রাবণের বৃষ্টির গন্ধ মাখা কাশবনের শারদোৎসব হয়ে
শীতের ঝরা পাতা পেরিয়ে
দিয়ে গেছে রক্তিম পলাশে মোড়ানো ছাড়পত্র,
ঋতুর মতো বদলেছে নিরন্তর
ধরা দেয় নি।
মুক্ত বাতাস হয়ে ধরা দেয় নি
বেড়ে ওঠা দূষণের পাশে,
অচেনা ভিড়ে কোলাহল মেখে
ব্যস্ততার মুখোশ পড়ে
দ্রুত যুগের সাথে মিলিয়েছে তাল
ধরা দেয় নি।
বহু খোঁজ বিফলে গেছে
প্রতীক্ষায় বয়স গেছে,
অব্যক্ত রয়েই গেছে
ধরায় অধরা রয়েই যায়।