চললাম,
তবে চলে যাওয়াতে কারোর কিছু যায় আসে না

এমন কি তারও কিছু ...!

আসলে এ তো নিয়ত, অনিবার্য –
এ ভাবে এক দ্বন্দ্বের অবসান ঘটল,

ফলাফলের লাভলোকসানে রেখে গেলাম
তাকে দেওয়া শেষ উপহার।

চললাম,
এক জীবন একাকিত্ব নিয়ে,
দেহজুড়ে বয়ে যাওয়া মাদক নিয়ে
ঘোরের  খোঁজে,
সঙ্গমের গায়ে লেগে থাকা ঘামের বোঁটকা গন্ধ
আর হৃদরোগের আড়ালে ভাঙা স্বপ্নের সাথে
বেশকিছু অভিমান ও অবমাননা নিয়ে,
অবশিষ্ট টুকু চিতার আগুনের ছাইভস্ম।

এমনই এক মায়াবি রাত নেমেছিল ভোর হয়নি,
জীবন ভালবাসার এতটুকু সুযোগ দেয়নি,
আতঙ্কিত চোখে ঘুম এসেছিল
আর ঘুমের অন্তরে এক অনন্ত ঘুম
ঘর বোঝেনি।