ঠিক ঋণাত্মক না রঙিন
না কী কালোসাদা, বলা কঠিন
শুধু ঘটনা ঘটে যায় একের পর এক,
চেষ্টা করেও থামাতে পারে না।
তবুও ব্যস্ততা যানবাহন মানষিকতায়
কোনো বৈসাদৃশ্য নেই , কোনো নতুনত্ব নেই।
চাহিদার অঙ্ক মেলাতে মেলাতে
জটিলতায় আবিষ্ট ভালোবাসা অবশিষ্টে পড়ে থাকে একা
আহত সংবেদনশীল ইন্দ্রিয়ের পাশে।
সাবলম্বি ছোটে সংকেত মেনে, লক্ষ্যে স্থির
পিছনে রয়ে যায়-
বাসস্ট্যান্ড, প্রথম সাক্ষাতের স্থান আর
আংশিক অধিকার।
নির্জন চৌরাস্তার রাত স্তব্ধ
যার কোনো বন্ধু নেই, কোনো শ্রুতি নেই।
সাবলম্বি ছোটে সংকেত মেনে, সাফল্যে স্থির
কেটে যায় কয়েকযুগ,
অর্জিত সব বেমানান হয়ে ওঠে
যার কোনো সঙ্গী নেই, কোনো আগামী নেই।
তৎক্ষণাৎ ফিরতে চায় ভগ্ন সেতু অনুসরণে
যার কোনো স্বজন, অনুশোচনার শুশ্রূষা নেই,
শুধু পরিত্যক্ত সম্পর্কের দেওয়ালজুড়ে
জন্ম নিয়েছে স্বপরিপূরক উদ্ভিদ আর
সাবলম্বির ছুটে বেড়ে উঠেছে অবসাদ।