কোনো দিন অনেকটা এগিয়ে যাবো,
যে পথ অদৃশ্য, যে পাড়া অজানা...
বাসিন্দা হবো।
কিছু কাজ, আলোচনা সমালোচনা জুড়ে
দৈনিক থেকে ধুলো মাখা সংগ্রহে
থেকে যাবে।
মূল্য বৃদ্ধির পাশে মূল্যবোধের মতো
স্মৃতি থেকেও হারিয়ে যাবে।
তবুও শব্দ রেখে যাবো, সৃষ্টির দৃষ্টিতে!
কোনো এক রাতে উক্লা হবো।
এভাবেই কোলাহলের গল্প লিখবে নির্জনতা।