তোমার ঠোঁটে বেহাগ বাহার,
আমার বন্যা, ঝড়।
এক টোকাতেই কাঁচের মতো
ভাঙল খেলাঘর।
তোমার শহর ঝিকিমিকি,
আমার শহর অন্ধ।
বিবেক আবেগ সবই আছে,
হৃদয় বেচা বন্ধ।
তোমার রূপের দেমাক পোড়ায়,
আমার বাঁচার শ্রম।
তোমার ঘুমে স্বপ্ন নামে,
আমার পথের ভ্রম।
আড়াই ঘরের ঘোড়া ছোটাও,
চোখে পাকাও সলতে।
উষ্ণ ছুঁতেই শাস্তি শোনাও,
মিথ্যে জ্বালায় জ্বলতে।
তোমার খোঁজে ঘোরে, ওড়ে
শেয়াল, শকুন ইচ্ছে।
তোমার ভেতর আমার ক্ষত,
অভিশাপ শ্বাস নিচ্ছে।