তোমার জীবন প্রায় শেষ
তবে কেনো জানাচ্ছ নিজেকে ?
আগলে রাখো ,
বিষিয়ে দিলে যে নিয়ে যায় |
মনের মধ্যে কঠিন ভাবে ভালোবেসে দেখো ,
তখন বুঝতে পারবে
বাস্তব জীবনে ও যে অভিনয় টা বড্ড প্রয়োজন ,
অভিনয়ে আমাদের বিনোদন টা বেশ প্রিয় হয় মানুষ এর কাছে ,
তবে দীর্ঘ অপেক্ষার পরে,
পাওয়া যাবে নতুন ঠিকানা ,
নিজেকে হারানো সোজা হয়ে যায় ,
খোঁজা হয়তো অনেক কঠিন ,
হারাতে দিতে নেই , আঁকড়ে ধরতে হয়
নিজের প্রিয় অনুভূতি কে
তবে পূরণ হয়ে যেতে পারে একদিন
স্বপ্নের সেই মায়া জাল
সেদিন তুমি খুঁজবে তো ?
সেদিন কি তুমি বুঝবে ?
জীবনের মায়া |