আমি কাগজে লিখিনা
আমি কাগজে লিখিনা

বুকের পাটা আছে
ভাবনায় দম আছে
ভালোবাসা কম আছে

তাই
আমি কাগজে লিখিনা

বাড়ে বাড়ে লিখতে চেয়ে
হেড়ে গেছি বহু বার
আমি ভাঙতে চাইনি নিজেকে
আমি গরতে চাইনি সেই কষ্ট পাহাড়

সত্য আছে নাকি ?
মিথ্যে দুনিয়াতে ?
মেনে নিলে বুঝে যাবে
খুঁজে নেবে তোমায়


চোখের জলের কোনো দাম নেই
ভালোবাসার কোনো নাম নেই


তাই চাইলে কেঁদে নে ,
মাথা থেকে  ঝেড়ে নে
Negetive ছুরে ফেলে