নারী-স্বাধীনতা এক অভূতপূর্ব বিপ্লব
যার ভিত্তিপ্রস্তর নারীর ধীশক্তির প্রকাশের,
যার উদ্দেশ্য রমণীর সংগঠিত গুণাবলীর সহিত পরিচিতকরণের,
যার কারণ নারী শক্তির উপযুক্ত প্রয়োগের,
যার পরিণাম শৃঙ্খলা ভেঙ্গে সর্বক্ষেত্রে তার সাহসী পদচারণায়।
নারী-স্বাধীনতা একটি দায়িত্ব
সীমারেখা অতিক্রমের ন্যায্যতা নিশ্চিতকরণের,
বলিষ্ঠ ব্যক্তিত্ব গঠনের,
চারিত্রিক দৃঢ়তা অর্জনের,
মেধার এক মূর্তিমান দৃষ্টান্ত স্থাপনের,
বুদ্ধি এবং আবেগের এক অপূর্ব সমন্বয় হিসেবে আত্মোপ্রকাশের।
নারী-স্বাধীনতা একটি জীবনধারা
যার আদর্শ গৌরবান্বিত জীবন যাপন,
যার লক্ষ্য সদাচার বজায়করণ,
যার সার্থকতা সফলতা পরবর্তী মার্জিত আচরণ।
নারী-স্বাধীনতা অশ্লীলতার অনুশীলন নয়
নয় অনাবৃত দৈহিক প্রদর্শনের অনুমোদন,
নয় আধুনিকতার আবরণে উচ্ছৃঙ্খলতার বৈধকরণ,
নয় স্বতন্ত্রতার নামে যথেচ্ছাচারীতার সমর্থন,
নয় মুক্ত-মননশীলতার মুখোশে বেপরোয়া জীবনাদর্শের পক্ষাবলম্বন।
নারী-স্বাধীনতা হল আত্মোপলব্ধির সুযোগ প্রদান
আত্মোঅন্বেষণের অবকাঠামোর বিনির্মাণ,
স্বীয় যোগ্যতায় বলীয়ান হবার পরিবেশ তৈয়ার,
আত্মোমর্যাদার সহিত কর্ম সম্পাদনের প্রতি মর্যাদার সার্বিক বহিঃপ্রকাশ,
শালীনতার সৌন্দর্যে নিঃসরিত আলোকশিখার বিস্তার।
নারী-স্বাধীনতা পুরুষ বিদ্বেষ নয়
নয় লৈঙ্গিক উৎকর্ষতার প্রমাণ,
নয় লৈঙ্গিক বিভিন্নতার অবসান,
নয় লজ্জার বিসর্জন,
নয় অদ্যবধি কেবলই নর কর্তৃক চর্চিত মন্দ কাজ করবার ইচ্ছেপূরণ,
নয় সমতার অজুহাতে অকৃত্রিমতার বর্জন।
নারী-স্বাধীনতা হল লিঙ্গ বৈষম্যের পরিত্রাণ
জন্মসূত্রে প্রাপ্ত যৌন পরিচয় ব্যতিরেকে শুধুই মানব পরিচয়ের প্রতি সম্মান,
শারীরিক অবয়ব ছাপিয়ে মানসিক উৎকর্ষতা মূল্যায়নের দৃষ্টিভঙ্গি স্থাপন,
জৈবিক সীমাবদ্ধতা মেনে একে অপরের সহযোগী হবার মনোভাবের লালন,
পারস্পরিক সমঝোতায় উৎকৃষ্ট সমাজের গঠন।
নারী-স্বাধীনতার নিদর্শন সেসব নারী
যাঁদের আছে জ্ঞান মস্তিষ্কের সদ্ব্যবহারের,
যাঁদের আছে চেতনা লিঙ্গ-বৈপরীত্যের সীমানা রক্ষণের,
যাঁদের আছে উপলব্ধি মত প্রকাশের যথোপযুক্ত ভাষা ও সময় নির্ধারণের,
যাঁদের আছে বোধন রুচিসম্মত পোশাক পরিধানের,
যাঁদের আছে সংযম বদভ্যাস হতে আত্মনিবারণের,
যাঁদের আছে ক্ষমতা অক্লান্ত পরিশ্রমের দ্বারা আত্মপ্রতিষ্ঠার,
যাঁদের আছে বিনয় সৌজন্যবোধের,
যাঁদের আছে দুর্নিবার আকাঙ্ক্ষা সমাজ সম্মুখে এক আলোকবর্তিকার উদাহরণ হবার,
যাঁদের হয় গর্ব নারীসুলভ বৈশিষ্ঠ্যের মূর্ত প্রতীক হবার।