সেদিন দেখেছিলাম তোমায় আলোকচিত্রে
এক অনাকাঙ্ক্ষিত সমাপতনে।
মুগ্ধতার বোধ ঐ ভাসা ভাসা নয়নে
বিস্মিত এক অজ্ঞাত বিশালতার সন্ধানে,
অনুসন্ধান এক অব্যক্ত কথামালার।
মায়ার অনুভব মুখাবয়বে
সুখানুভূতির শিহরণ,
দীর্ঘকাল যাবৎ পরিচিতির স্মরণ,
সূত্রপাত একান্ত আপনতার।
আকাঙ্ক্ষার প্রারম্ভ তোমার সহিত বচনের
সূচনা মাধ্যম খোঁজের,
সঞ্চয় সাহসিকতার,
সমাপ্তি দ্বিধার,
শুরু কথোপকথনের।
দিনময় ভাবনা আলাপচারিতার বিষয়াবলীর
চিন্তা ভুল বুঝাবুঝির ঘটন অঘটনের,
সংশয় ভাব বিনিময়ের পরিণতির,
আশংকা বিরক্তি উদ্রেকের।
অপেক্ষা সম্মুখ সাক্ষাতের
চক্ষু সার্থকের,
বাস্তবতার প্রমাণ দর্শনের,
সান্নিধ্য লাভের।
হৃদয়ের গভীরে সর্বক্ষণ ব্যাকুলতা
অজানা এক আকুলতা,
স্বয়ং এর প্রতি অবিরাম ছোঁরা প্রশ্নবাণ,
জিজ্ঞাসা তীব্র আসক্তির উদ্ভবের হেতুর,
নিশ্চিতকরণ অনুভূতির বিদ্যমানতার,
বিশ্বাস উপলব্ধির বিশুদ্ধতায়।
মনোভাবনা প্রকাশে সিদ্ধান্তহীনতা
অপ্রকাশিত চেতনার ভার বহনে অনীহা,
অবশেষে স্পষ্টতায় মীমাংসা।
ঈক্ষণ নিয়তির লেখনীর
উদয় পরস্পরের মনঃস্তাত্ত্বিক দ্বন্দ্বের বোধগম্যতার,
অভিজ্ঞতা একপাক্ষিক অনুভূতির নির্মমতার,
অপরাধবোধ স্বয়ং এর মানদণ্ডে সকলকে বিচারের,
অপমানবোধ শাব্দিক এবং মানসিক চয়নের বিভেদের অজ্ঞানতায়,
লজ্জিতবোধ সময়জ্ঞানের প্রতি অবহেলায়,
ব্যক্তিত্বহীনতার বোধ তরান্বিত নিশ্চয়তায়,
সম্মানহীনতার বোধ শৃঙ্খলিত করবার নিমিত্ত উদ্ভূত অসৎ উদ্দেশে।
তোমার জন্য অন্তরাত্মার বিলাপ
এক নিঃশব্দ ক্রন্দন,
যার দায় তোমার নয়,
যার কারণ তোমার প্রত্যাখ্যান নয়,
এ শুধুই আমার অত্যধিক আত্মবিশ্বাসের ফল,
পরিণাম সীমা লঙ্ঘনের,
তোমার বিস্তৃত পরিধিতে সামিলের অসম্ভব ইচ্ছের,
বন্ধনে আবদ্ধ করবার দুঃসাহসী অভিপ্রায়ের,
অভিলাষ পূরণের ভার চাপানোর প্রবৃত্তির।
তবু আশ্বস্তকরণের কামনা
চিরকাল পাশে থাকবার,
প্রয়োজনে বন্ধুত্বের দায়িত্ব পালনের,
নিঃস্বার্থ সাহায্য করণের,
ব্যক্তিগত সকল অনুভূতির বেড়াজাল থেকে মুক্তি প্রদানের,
কেবলই এক বিশ্বস্ত পরিচিতের ভূমিকায় অবতীর্ণের।
এ এক অসমাপ্ততা
এক অপূর্ণতা,
একটি সমাপ্তিবিহীন গল্প,
যার প্রারম্ভিক উদ্দেশ্য মহৎ,
তথাপি যার মধ্যমভাগ স্বার্থান্বেষী মনোভাবে দুষ্ট,
ব্যক্তিস্বার্থ চরিতার্থ করবার অনর্থক প্রয়াসে বিহ্বল,
অনুভূতির স্বার্থহীনতার প্রতি বিস্মৃতি,
অল্পবিদ্যায় পারিপার্শ্বিকতার বিচার,
সীমাবদ্ধ গণ্ডিতে সামগ্রিকতার মূল্যায়ন,
শুধুই স্বয়ং এর প্রতি পক্ষপাতিত্ব,
অন্ধবিশ্বাসের আগলায়ন,
একটি সুন্দর সমাপ্তির অপঘাতে মৃত্যু,
একটি চলমান গল্পের সৌন্দর্যের হানি,
আমৃত্যু বয়ে নিয়ে যাওয়া এক অসহ্য গ্লানি।