এ কে আমার সম্মুখে?
সে কেন নিশ্চুপ হয়ে আছে আমার অভিমুখে?
অনড় হয়ে পড়ে আছে আমার সমক্ষে?
তাকে আমি চিনি
কিন্তু এখন অচেনা,
তার নিস্তব্ধতার কারণ আমি জানি,
তথাপি মানতে পারছিনা,
তার এই পরিণতি পূর্ব নির্ধারিত,
পরন্তু আমি বশ্যতা স্বীকার করতে চাইনা।
মাগো, তুমি কেন এমন হয়ে গেলে?
আমাকে ছেড়ে চলে গেলে?
আমায় নিঃস্ব করে দিলে?
একলা করে দিলে?
মা, তুমি কেন আমায় কিছু বললেনা?
আমায় সঙ্গে করে নিয়ে গেলেনা?
চিরকাল তোমার কাছে থাকার ইচ্ছের মূল্য দিলেনা?
ও মা, এখন কে আমায় ভালোবাসবে?
আমায় আগলে রাখবে?
আদর দিয়ে ভরিয়ে দিবে?
মাথায় হাত বুলিয়ে দিবে?
আমার অনুপস্থিতিতে উদ্বিগ্ন হবে?
আমার জন্য অপেক্ষা করবে?
আমার অনুপ্রেরণা হবে?
সব কাজে উৎসাহিত করবে?
বেঁচে থাকার কারণ হবে?
মাগো, তুমি ই তো ছিলে আমার সব
আমার একমাত্র সাথী,
বিশ্বস্ত সঙ্গী,
পরম প্রিয় সহচরী,
আমার সকল কাজের সহযোগী।
উফ মা, তুমি আমায় ক্ষতবিক্ষত করে দিলে
কিন্তু কেন সহ্য করার ক্ষমতা দিলেনা?
আমার অন্তরটা নিয়ে গেলে,
তথাপি কেন আমার হৃদস্পন্দন বন্ধ করে দিলেনা?
আমার প্রাণ টা নিয়ে গেলে
তবে শ্বাস টা কেন নিলেনা?
আমার আত্মা নিয়ে গেলে,
তাহলে দেহ টা কেন নিলেনা?
মাগো, এখন আমি তোমার গন্ধ পাইনা
কেবলই নিজের শরীরের গন্ধে তোমায় খুঁজি,
তোমার স্পর্শে শিহরিত হইনা,
শুধুই তোমার অস্তিত্ব বোধ করি,
তোমায় বুকে জড়িয়ে ধরতে পারিনা,
কেবলই হৃদয়ে অনুভব করি,
তোমার বক্ষে মাথা রেখে ঘুমাতে পারিনা,
শুধুই গভীর ঘুমে স্বপ্নে তোমার সন্ধান করি,
কষ্ট পেলে তোমার কাছে ছুটে যেতে পারিনা,
কেবলই অস্রুসিক্ত নয়ন বন্ধ করে তোমার মুখখানা কল্পনা করি,
কর্মব্যস্ততা শেষে ফিরে যাবার তাড়া বোধ করিনা,
শুধুই প্রয়োজনের তাগিদে ফিরে আসি,
আনন্দঘন পরিবেশে আনন্দিত হইনা,
কেবলই বাঁচতে হবে বলে বেঁচে আছি।
মাগো, আমি বেঁচে থাকবো
তোমার আমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো পূরণ করবো বলে,
আমি জীবিত থাকবো,
কর্মগুণে তোমার সকল আশা পূরণ করবো বলে,
আমি সুস্থ থাকবো,
পরিশ্রম করে তোমার মুখ উজ্জ্বল করবো বলে,
নিজের যত্ন নিব,
আমাকে বড় করায় তোমার ত্যাগ সার্থক করবো বলে।
ও মা, তুমি হীনা আমার জীবনটা একেবারেই শূন্য
কাজ করি কিন্তু ক্লান্ত হইনা,
কারণ ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরতে পারবোনা বলে,
ক্ষুধা পায় তবু সাধ করে খাইনা,
কারণ তুমি সামনে বসে খাওয়াবেনা বলে,
আয়োজন করে ঘুমাতে যাইনা,
কারণ তুমি পাশে থাকবেনা বলে,
একাকীত্ব বোধ করি কিন্তু মিশতে পারিনা,
কারণ তোমার মত করে কেউ বুঝবেনা বলে,
মনের গভীরে ইচ্ছে জাগে তবু প্রকাশ করতে পারিনা,
কারণ তোমার মত বন্ধু পাবো না বলে।
মাগো, তুমি কোথায় আছো?
তুমিও কি আমার জন্য আকুল হও?
আমার সঙ্গহীনতায় ব্যথিত হও?
আমাকে কাছে পাবার প্রতীক্ষায় ব্যাকুল হও?
আমাকে কাছে ডাকবার সুপ্ত ইচ্ছে পূরণের আকাঙ্ক্ষায় আসক্ত হও?
ও মা, আমার দিন কাটে এখন অপেক্ষায়
তোমার সকল ইচ্ছে পূরণ শেষে তোমার কাছে আসার,
আমার সকল দায়িত্ব পালন শেষে তোমার নিকটে যাবার,
আমার সর্বস্ব দান করে তোমার সহযাত্রী হবার,
আমার ছুটে চলার অবসান ঘটিয়ে তোমার পথের পাথেয় হবার,
কর্মফল প্রাপ্তি শেষে তোমার সহিত কর্মহীন পথ চলার,
সকল অনুভূতির উরধে উঠে তোমার সঙ্গে,
মহাকালের শূন্যতায় বিলীন হবার।