কিছু কিছু ভালোলাগা
মেঘে মেঘে ঢাকা থাকে।  
কিছু কিছু বৃষ্টি তাই
আসি আসি বলে
আর আসে না।

ভেজে না ধুলোর প্রান্তর,
মনের কিনারা ভেজে ঠিকই।

কিছু কিছু ভালোলাগা
মেঘের মতোই ঢাকা থাকে।
সেই মেঘে মেঘেই
দেখা হয়ে যাবে একদিন।  
বৃষ্টি তাতে হোক বা না হোক,
ভুলে যাওয়া আর
ধুয়ে যাওয়া ঠিকানারা
ধরা দেবে ঠিকই।