ফুলের মতো তুলতে হলো আলো
ভোরের এখনো অনেক বাকি
প্রদীপ জ্বলে কারো চোখের জলে
অনেক রঙের গোপন কথা -
সব এখুনি জেনে গেলে নাকি?
ভোরের এখনো অনেকটাই তো বাকি।
ঠিক ভালোলাগা না,
ঠিক প্রেমও না।
মাঝামাঝি কোথায় দাঁড়িয়ে
কিছু তার খুঁজে পেয়ে
কিছুটা তার হারিয়ে -
মুখোমুখি খুব চুপচাপ দাঁড়িয়ে।
অদৃশ্য সব পর্দাগুলো
হালকা করে সরিয়ে।
মুখোমুখি দাঁড়িয়ে।
শব্দগুলোর সব সীমানা ছাড়িয়ে।
ভাষা হারায় ঠিকই - মানি।
হারায় না ভাষার মানে - মানো?
সেই ফেলে আসা ফুলের মতো,
পাতার যতো ফিরে আসা।
কিসের টানে?
কিসের সুর হালকা বাজে
ভোরের আলোর আগেই -
কোন গানে?
জীবন পটে আঁকা কোন ছবির
সময়গুলো এই নিশুতি রাতের
মতোই এমন একাকী?
অনেক রঙের গোপন কথা -
সব এখুনি জেনে গেলে নাকি?
ভোরের এখনো অনেকটাই তো বাকি।