হয়তো এভাবেই কথা ছিল
কোনো কিছু না দেখেই
অনেক কিছু দেখবার।  
নীরবতার যত অভিযোগ
নীরব ভাবেই শুনবার।  
হয়তো এটাই এক সমর্পন,
হারিয়ে গিয়েও পথ
না হারাবার।
কোথাও না কোথাও
সেই সব পার করা না করা
মুহূর্তগুলোর চিহ্ন সব
রয়ে গেছে ছিন্ন করে
অফুরন্ত সময়ের সীমানা।
  
হয়তো এভাবেই কথা ছিল
অন্যভাবে চলে যাবার।  
হয়তো এখানেই, হয়তো অন্য কোথাও
চিহ্নগুলো তার সব মিলাক
মেঘের শূন্যে মেলানোর মতোই।

হয়তো এভাবেই কথা ছিল -
কিছুটা শুরু করার আর
কিছুটা শেষ করার।  
বাকি সবকিছু আপাতত
তোলা থাক
ভারহীন ভালোলাগার শূন্যে।