ভাবনাগুলো সৈকতের বালুর মতো
হতে পারতো কিন্তু।
ঝরঝরে।
আলোর ঝিকিমিকি।
ভিজে আবার নিজে নিজেই
শুকিয়ে যেত।
কেউ এসে বসলো কিনা
তাতে কিছুই যেত-আসতো না।
কেউ চলে গেলে
পায়ের ছাপ রয়ে যেত।
সবচেয়ে বড় কথা
ভাবনাগুলো সমুদ্রের কতটা
কাছাকাছি থাকতো।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)