ভ দিয়ে ভাত হয়।
ধরা যাক, অনেক ভাত দরকার।  
ভ দিয়ে ভালোবাসাও হয়।
ধরা যাক, ভালোবাসাও দরকার অনেক।
পৃথিবীতে যে কত কিছু দরকার।  


(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)