তুমি আমি গ্রহ নক্ষত্র -
ঘুরে ফিরি ভাবনার
কক্ষপথে।  
তোমার পথে তুমি আর
আমার পথে আমি।  
যদিও মন বলে
আমার পথে তুমি আর
তোমার পথে আমি।