কিছু কিছু মুহুর্ত আসে
অনেক সময় নিয়ে।
নিতে আসে না
তেমন কিছুই হয়ত,
দিতেই আসে সব।
ফেলে আসা সময়টাকে
অনেক সময় নিয়েই
মনে করিয়ে দেয়।
যা কিছু আবছা
ছায়া ছায়া দেখা যায়,
তার কাছাকাছি কোথাও
থেমে থাকে সে সময়।
কোথাও যেন এক
অজানা অচেনা মিল।
সময়, অসময়
এসময়, সেসময়।
কিছু কিছু মুহুর্ত
এভাবেই আসে
আবার এভাবেই চলে যায়।
যা কিছু রেখে যায়,
তা বহু জন্ম আগে থেকেই
সযতনে রাখা।
আবারো নতুন করে
জন্মের জন্যেই হয়ত।
সেই চেনা-অচেনা মুহুর্তের
পথ ধরে
অতীতের মতো বর্তমান সব
উঁকি দিয়ে যায় মাত্র।
সময় মিলিয়ে যায়
সময়েরই স্রোতে।
তবু কিছু কিছু মুহুর্ত
কেন এরকম আসে,
এতটা সময় নিয়ে?