সব অনুভূতির
নাম থাকে না।
না ভালো নাম,
না ডাক নাম।

কিছু কিছু অনুভূতি
তোমার আমার প্রিয়
নীরবতার মতো।  
শব্দে শব্দে কোলাহল
অথচ একদম শুনশান
নীরবতার মতো।

সব অনুভূতির
অনুভবও হয়তো
থাকে না।
তোমার আমার প্রিয়
কোলাহলের মতো।
শুনশান নীরবতা
অথচ কত কথা কানে বাজে।  

এখনো কানে বাজে।
ডাকবার মতো কোনো
নাম নেই।
সব অনুভূতির নাম থাকে না।