তুমি আমি ভিন্ন ভাবে আসলে একই।
শক্ত মেঘের ধারা কোমল পাথরে,
একদিন ভালোবাসার
বিন্দু বিন্ধুতেই ক্ষয় হবে।
শেষ হবে না।

অপেক্ষায় থাকো বলেই
অপেক্ষারা আছে সাথে তোমার।
শেষ হয়, ক্ষয় হয় না।  

তুমি আমি ভিন্ন ভাবে আসলে একই।