রঙের খোঁজে রঙতুলি আজ
পেরুবে সীমানা
আকাশ নদী ছাড়িয়ে
সবুজ নীল ছাপিয়ে।
বহুদূর যাবে।
কিসের টানে?

স্বাধীনতা কি রঙের মতো
নাকি রঙ স্বাধীনতার মতো?
ইচ্ছা হলেই কি
রঙবিহীন বাস্তবতা পিছনে ফেলে
অনেক দূরে চলে যাওয়া যায়?


(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)