নির্ঘুম রাতকে মানুষ বলে কষ্টকর।
বন্ধ দরজা, বন্ধ জানালা
পর্দা নেই
আলো নেই
চারিদিক অন্ধকার
চোখে ঘুম নেই।
মনের ঘরের দরজা-জানালা
খুলে দিলেই তো হয়।
অন্ধকারে সেখানে আরও ভালো দেখা যায়।
পর্দা ফেলা জানালায় সেখানে
নীরবতা কথা বলে।
জেগে থাকে নির্ঘুম ছোট দরজা।
(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)