বসত বসন্তের মতো
অবিরাম, অবিরত।
অসীমের এপারের
আর ওপারের প্রশান্তির মতো,
প্রশান্ত কিংবা লাজুক লুকোনো।
বসত ঠিকই তোমার
কোনায় কোনায় থাকা।
ছুঁয়ে ছুঁয়ে থাকা, স্বরে স্বরে থাকা।
উজাড় করে দেয়াতে থাকা,
নীরব নিভৃত নেয়াতে থাকা।
এই জন্মের মতো থাকা,
অন্য জন্মের মতোও থাকা।
কৃষ্ণচূড়ার লালে আর
গোলাপের গোলাপিতে থাকা।
বসত ঠিকই তোমার
কোনায় কোনায় থাকা।
বসত সেথায় অশেষ বসন্তের মতো,
প্রশান্ত কিংবা লাজুক লুকোনো।
সময়ের পথ ঘুরে যাক বা না যাক,
ঘুরে ফিরে বারবার
সেই তোমার কোনায় কোনায় থাকা।