যে কারনে এক ভিন্ন জগতে
একলা বিচরন, ঠিক সে কারণেই কিন্তু
শূন্যতার সঙ্গী সঙ্গ খুঁজে যায় -
কিছু বোঝার আগেই সেই যে সাড়া দেয়া,
মনে পড়ারও তো একটা সুসময় আছে।  

সবসময় কি আর সবকিছু মনে পড়ে?