পথ হারোনোতে ভুল নেই।  
পথিক চিনতেই যত ভুল।
চোখে চোখ পড়তে
কি আর ভুল বলো,
কুয়াশার মতো দৃষ্টিতে
পথের কিছু ভুল হলে হোক।  

কিছু কিছু প্রেমের
শুরুর পংক্তি
থাকে না।  
আর কিছু কিছু পংক্তির
শুরুতে প্রেম থাকে না।

বাকিটা বুঝে নিতে
তোমাকে আর আমাকে
পথের মতোই
অবুঝ থাকতে হবে।