একদিন তারাদের আলোয় ভেসে
যাবে পূর্ণিমা,
বিশাল রাত্রিটা দুয়ার থেকে দিগন্তে
অপেক্ষায় আছে সেই দিনের।  

একদিন দুটি চোখ পর্দার আড়াল
থেকে দেখবে,
বিস্ময়ের সবটুকু বিষাদের ভালোবাসার
মতো ঘিরে আছে সেই দিনটার।  

পায়ে পায়ে এই যে পা মিলিয়ে
কতটা পথ, কত নদী-পাহাড়
মুহূর্তের রূপ ধরে আজীবনের মতো
সামনে দিয়েই এলো আর গেলো,
ফেরার পথে আরেকবার তো
দেখা হবেই, অপেক্ষা তার জন্য
করি আর নাই বা করি।  

তারারা যখন আছেই উপরে,
পূর্ণিমা যখন ফিরে ফিরে আসে -
ডাকি আর নাই ডাকি,
আলো যখন কেবল ভেসে যেতেই  
জানে না, ভাসিয়েও নিয়ে যেতে জানে,
তখন সেই দুটি চোখ আলতো করে
বন্ধ তো হতেই পারে।  

ভাসিয়ে যখন নিয়েই যাবে,
ভেসে তো তখন যেতেই হবে।  

তারাদের আলোয় আজ
ভেসেই যাক পূর্ণিমা।  
দুয়ার থেকে দিগন্তে
অপেক্ষায় আছে রাত্রিটা।
  
ভেসেই যাক এই পূর্ণিমা।