কাছে
ডাকতে ডাকতে
কাছে
টানতে টানতে
কাছে
আসতে আসতে
আসলে কিন্তু
দূরেই সরে যাওয়া হয়।
ভীড়ে হারিয়ে
কতজনেই তো
অনেক বেশি একা
হয়ে যায়।
কাছে পেয়ে
আরো বেশি
হারিয়ে ফেলে
যা কিছু
যতনে ধরে
রাখার।
এই পৃথিবীতে
কাছের আর
দূরের হিসাবগুলো
সবসময়ই
কেমন এলোমেলো।